বাংলা ছড়ার মাঠ
আদর
মরুভূমি মাঝে যেন, একই কুসুম
পূর্ণতা সুবাসে।
বরষার রাতে যেন, একই নক্ষত্র,
আঁধার আকাশে।
নিদান সন্তাপে যেন, একই সরসী,
বিশাল প্রান্তরে।
রতন শোভিত যেন, একই তরনী,
অনন্ত সাগরে।
তেমনি আমার তুমি, প্রিয়ে, সংসার ভিতরে। -
বম্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।।
No comments:
Post a Comment